থার্টি ফার্স্ট নাইট: কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:২৬ এএম

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবার মোতায়েন করা হয়েছে অতিরিক্ত তিন হাজার পুলিশ।

পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবন স্বাভাবিক রক্ষার স্বার্থে রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা ও নতুন বাজার ক্রসিংসহ বিভিন্ন এলাকায় প্রবেশে কড়াকড়ি করেছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি ও শোভাযাত্রা করা যাবে না। সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ।

ইএইচ