ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জোর দিয়ে তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার লক্ষ্যে তাদের সুযোগ সৃষ্টি করে তরুণ উদ্যোক্তা তৈরি ও উৎসাহদানের ঘোষণা থাকলেও পুরো মেলা জুড়ে তেমন দেখা যায়নি তরুণদের কোনো স্টল বা প্যাভিলিয়ন। তবে প্রায় প্রতিটি স্টলে খণ্ডকালীন কাজের সুযোগ হয়েছে তরুণদের। অল্প সময়ে বেশি আয়ের সুযোগ থাকায় এই কাজে আগ্রহ দেখাচ্ছেন তারা।
দেশে যখন বাড়ছে বেকারত্ব তখন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তৈরি হচ্ছে খণ্ডকালীন কাজের সুযোগ। প্রায় প্রতিটি স্টলেই এক মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে বিক্রেতা। নতুন পেশায় সদর্পে কাজ করছেন শিক্ষার্থী তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ।
বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ এসেছেন শখের বসে, কেউ অভিজ্ঞতা অর্জনে, কেউবা এসেছেন বেকারত্ব ঘোঁচাতে।
শিক্ষার্থীরা হাতখরচের টাকা জোগাড় বা শখের বসে মেলার স্টলগুলোতে নিয়েছেন খণ্ডকালীন চাকরি। অনেকে নতুন চাকরিতে প্রবেশের আগে অভিজ্ঞতা অর্জনেও যোগ দিয়েছেন এই পেশায়। তারা বলেন, বেকার বসে থাকার চেয়ে বাণিজ্য মেলার স্টলগুলোতে কাজ করে যেমন মিলছে অর্থ, তেমনি অর্জিত হচ্ছে অভিজ্ঞতাও।
বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, এমন বিক্রেতাদেরও পাওয়া গেল। চাকরি হারানো অনেকেও যোগ দিয়েছেন এই মেলায়। তারা বলেন, পার্ট টাইম জব হিসেবে স্টলে কাজ করছেন তারা।
মেলায় খণ্ডকালীন কর্মীদের তুলনামূলক বেতন বেশি দেয়ার পাশাপাশি থাকে টার্গেট পূরণ করে অতিরিক্ত আয়ের সুযোগ থাকার কথা জানালেন স্টল ব্যবস্থাপকেরা। তারা বলেন, এসব কর্মীরা এক মাসের জন্য আসে, তাই সম্মানজনক অর্থই তাদের দেয়া হয়। এছাড়া টার্গেট পূরণেও দেয়া হচ্ছে বাড়তি অর্থ।
কথা হয় খণ্ডকালীন কাজে অংশগ্রহণ করা তরুণ শিক্ষার্থী ইফতি আব্দুল্লাহর সাথে, তিনি জানান, এবার নিয়ে তৃতীয় বার বাণিজ্য মেলায় এক মাসের জন্য কাজে যোগ দিয়েছি এতে করে যেমন সময় কেটে যায় আবার অর্থ আয় করা হয়।এটা আমার মত তরুণদের জন্য একটা বিশেষ সুযোগ।
দেশের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণির মানুষের খণ্ডকালীন এই কাজের সুযোগ কিছুটা হলেও বেকারত্ব দূর করতে ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিআরইউ