থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১১:১৭ পিএম

ডিএমপির উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার হন তিনি।

তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াকালে তিনি কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এই সাবেক ওসির সন্ধান মেলেনি বলেও জানান সংশ্লিষ্ট থানা পুলিশ।

উত্তরা-পূর্ব থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন বলে শুনেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

জানতে চাইলে ডিএমপির উপকমিশনার পদমর্যাদার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে বলেন, পালিয়ে যাওয়া কর্মকর্তা একজন ইন্সপেক্টর। তার নাম শাহ আলম। তিনি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি। এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে দায়িত্বরত এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইএইচ