স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) অসদাচরণের অভিযোগের প্রতিবাদ জানিয়ে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেছে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির প্রো-ভিসিকে শিক্ষার্থীদের কাছে ১ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
রোববার প্রায় সাড়ে ৪ ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখার পর এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রো-ভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল রহমান এ ঘোষণা দেন।
বলেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান এবং ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনের (শিক্ষা) অসদাচরণে জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়াসহ ৬ দফা দাবিতে তার বাসভবন ঘেরাও করা হবে। সেখানে তিনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।”
রাত সাড়ে ১০টার দিকে ঘোষণা দেওয়া পর আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ঢাকা কলেজের বিভিন্ন হলপাড়া ঘুরে আরও শিক্ষার্থীদের একত্রিত করে ঢাবি প্রো-ভিসি অভিমুখে যাত্রা শুরু করেন।
সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধসায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ
এর আগে প্রথমে ঢাকার টেকনিক্যাল মোড় ও সায়েন্সল্যাব এলাকায় মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে টেকনিক্যাল মোড়, সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবির প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সড়ক- টেকনিক্যাল মোড় ও সায়েন্সল্যাব সড়ক অবরোধ করেন।
ইএইচ