রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৪:০০ পিএম

রাজধানীর হাজারীবাগে কাভার্ডভ্যানের ধাক্কায় লিটন দাস (৪০) নামের এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে নিয়ে আসা সহকর্মী রবিউল জানান, নিহত লিটন দাস রিয়া পরিবহন কোম্পানির কাভার্ডভ্যানচালক। সকালে হাজারীবাগে অন্য একটি কাভার্ডভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরএস