সদরঘাটে অজ্ঞাত শিশু উদ্ধার, মেলেনি পরিচয়

জবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:২৪ পিএম

রাজধানী সদরঘাটের লালকুঠি নৌকা ঘাট থেকে অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

ওই শিশুর নাম আলী হোসেন। বয়স ৫ বছর। তার পিতার নাম আলী হোসেন, পিতা আব্দুল মালেক, মাতা জরিনা বেগম। তবে গ্রাম বা ঠিকানা কিছু জানা যায়নি বলে জানান সূত্রাপুর থানা পুলিশ।

সূত্রাপুর থানার ওসি মো.সাইফুল ইসলাম আমার সংবাদকে বলেন, শিশুটির পরনে ছিল স্কুলড্রেস, তবে আশেপাশের কোন স্কুলের ড্রেসের সাথে মিলছে না। এছাড়া আর কোন পরিচয় বা তথ্য দিতে পারছে না এই শিশু। আমরা অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছি।

ইএইচ