এখন থেকেই নির্বাচনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার নির্দেশ ডিসিদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৩৩ পিএম

এখন থেকেই নির্বাচনের কর্মকাণ্ডে জড়িত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

মঙ্গলবার রাজধানীর ওসমানী উদ্যানে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘নির্বাচনের দিন থেকে নয়, এখন থেকে নির্বাচনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন, বিভিন্ন সভা-সমাবেশে সেখানেই বক্তব্যের একটি অংশ যেন নির্বাচনের বিষয় থাকে। জনসচেতনতা যাতে থাকে, কারণ মানুষ তো নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আস্থার সংকট রয়েছে। মানুষের ভোটের অধিকার সম্পর্কে যখন জনসচেতনতামূলক বক্তব্য রাখবেন, তখন এর একটা প্রভাব পড়বে। আমরা অনুরোধ করেছি, আপনারা আজ থেকেই আমাদের মতো নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে কাজ করছি, আপনারাও আমাদের সহযোদ্ধা, এটা হচ্ছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যুদ্ধ। এখানে আপনারা সহযোদ্ধা হিসেবে থাকবেন এবং আপনারা এখন থেকেই কাজ শুরু করে দেন। তারা কথা দিয়েছেন, সেভাবে কাজ করবেন।’

সিইসি বলেন, ‘আগে যেটা হয়েছে, নানাবিধ চাপ এসেছে আপনাদের উপর, আমি তাদের নিশ্চিত করেছি, উপর থেকে অবৈধ কোনো চাপ দেওয়া হবে না, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যত ক্ষমতা আছে। আপনারা আপনাদের ক্ষমতার সর্বোচ্চটা প্রয়োগ করবেন। অন্যায় কোনো চাপ আপনাদের উপর দেওয়া হবে না। উপর থেকে কোনো চাপ আসলে সেটা সহ্য করবো আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন। অতীতে দেখেছি ক্ষমতাটা সঠিকভাবে প্রয়োগ করা যায়নি, সুতরাং আমরা চাই আইনের সঠিক প্রয়োগটি হোক।’

ইএইচ