জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (SAIDA Shinichi) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) এর সাথে আজ (১৯ ফেব্রুয়ারি) বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নমূলক কাজসমূহ, নতুন ফ্লাইট চালুর সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগসহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপাশি, এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।এসময় জাপান দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআরইউ