শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকার অদূরে নবাবগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা গ্রীন রিসোর্টে বাংলাদেশের বিভিন্ন পত্রিকার মার্কেটিং বিভাগে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন (পিমা)র বার্ষিক বনভোজন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় মতিঝিল বিমান অফিসের সামনে থেকে ২টি বাস ও বেশ কয়েকটি প্রাইভেট রিসোর্টে রওনা হয়। সারা দিনব্যাপী বনভোজনের আয়োজনের মধ্যে ছিল-পিমার সদস্যদের গান,কৌতুক,অভিনয়। এছাড়াও উপস্থিত শিল্পীদের মনমাতানো গানের সাথে নেচে গেয়ে আনন্দ করে সবাই। সব শেষে ছিলো আকর্ষণীয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পিমার সভাপতি মো.আল-আমিন এবং সমাপনি বক্তব্য রাখেন পিমার সাধারণ সম্পাদক শেখ মহসিন ।
বনভোজনের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মো. মোমিতুল ইসলাম,জাহাঙ্গীর সিকদার ও হেলাল উদ্দিন।
বনভোজনের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিল- বিকাশ, এয়ার এশিয়া, ইউএস বাংলা এয়ারলাইন্স,নভোএয়ার, এক্সিম ব্যাংক পিএলসি,স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি,প্রবাসী পল্লি গ্রুপ, কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড, শশী হাসপাতাল ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আরএস