বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত, বিক্ষোভে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১০:৩৬ এএম

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। দুর্ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, যার ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মিনারা আক্তার, আর আহত শ্রমিক সুমাইয়া আক্তারকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার জানান, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় মিনারা আক্তার নিহত হন। এরপর থেকেই সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে বনানী এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান ও কাকলি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দুটি গার্মেন্টসের শ্রমিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফুদুল ইসলাম বলেন, “শ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু গাড়ি ক্যান্টনমেন্ট, রামপুরা রোড ও প্রগতি সরণি দিয়ে ডাইভারশন করা হচ্ছে।”

ইএইচ