ঢাকার যেসব এলাকায় সকাল থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১০:১৪ এএম
ঢাকার যেসব এলাকায় সকাল থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর বড় অংশজুড়ে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

বুধবার (১২ মার্চ) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা-গাওয়াইর এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘন্টা উত্তরখান, দক্ষিণ খান, ফায়েদাবাদ ও আশকোনাসহ শীতলক্ষ্যা নদীর তীর পর্যন্ত আশপাশের সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বিতরণকারী সংস্থার পক্ষ থেকে।

বিআরইউ

AddThis Website Tools