পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি আজ শেষ হলেও অধিকাংশ বেসরকারি অফিস এরইমধ্যে খুলে গেছে। মানুষও জীবিকার টানে ফিরছেন ধীরে ধীরে। তবে বিগত কয়েক দিনের তুলনায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে আজ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
ভোর থেকে এই দুই নৌরুটের লঞ্চ ও ফেরিতে অন্যান্য দিনের চেয়ে বেশি যাত্রী ও যানবাহন পরিবহন করতে দেখা গেছে। তবে, যানজট ও ভোগান্তি না থাকায় স্বস্তিতে নদী পার হচ্ছেন বলে জানান যাত্রীরা।
মঞ্জুরুল করিম নামে এক যাত্রী বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছি। আমাদের বাসসহ যে কয়টা বাসই দেখলাম, সবগুলোই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও যাচ্ছে দেখলাম অনেকে। তবে ঘাটে দীর্ঘ লাইন নেই। স্বাচ্ছন্দ্যেই নদী পার হয়েছি।
একই সুর ঝিনাইদহ থেকে ঢাকাগামী যাত্রী রাতুল হাসানের কথাতেও।
তিনি বলেন, আগামীকাল (৬ এপ্রিল) সরকারি কর্মচারীদের প্রথম কর্মদিবস। সেজন্য ভেবেছিলাম ঢাকায় যেতে হয়তো ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু ঘাটে এসে দেখলাম সুন্দর-সুশৃঙ্খল চিত্র। মনটাই ভরে গেলো।
এ বিষয়ে দুপুরের দিকে জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকবর হোসেন বলেন, দীর্ঘ ছুটি শেষে কর্মমুখী মানুষ ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কানে আসেনি।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে সরকারি চাকরিজীবীদের। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে আবারও চালু হবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।
বিআরইউ