কলাবাগানে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০১:৫৪ পিএম

রাজধানীর কলাবাগানের হাতিরপুল এলাকায় একটি ফ্লাট থেকে পিনাক রঞ্জন সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

সোমবার রাত ১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর জেলার টিএন রায় রোডে। বর্তমানে সে হাতিরপুলে একটি মেসে থাকতেন।

পিনাক রঞ্জন সরকারের বন্ধু ও রুমমেট জাহিদ বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সে আমাকে একটি মেসেজ করে বাসায় আসতে নিষেধ করে। পরে মেসেঞ্জারের স্টোরিতে সে লেখে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। আমরা ফ্লাট ভাড়া করে দুজনই থাকতাম। পিনাক একটি রুমে থাকতো এবং আমি ড্রয়িং রুমে থাকতাম। আরেকটি রুম ফাঁকা ছিল। আমি অফিস থেকে ফিরে এসে দেখি পাশের ফাঁকা রুমটিতে দরজা লক করা। পরে অনেক ধাক্কাধাক্কি করলেও দরজা না খোলায় ৯৯৯ ফোন দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ।

তিনি আরও বলেন, পিনাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে বিদেশে স্কলারশিপের জন্য চেষ্টা করছিল। একমাস আগে তাকে বিষণ্ণ লাগতো কিন্তু আমাদের কাছে এমন কোনো কিছু মনে হয়নি যে এমন একটি কাজ ঘটাতে পারে সে। গতকাল সকালেও তার বাবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছে সে।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, আমরা ৯৯৯ এ খবর পেয়ে রাতে কলাবাগানের হাতিরপুলে একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় একজনের ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ইএইচ