ধামইরহাটে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৩:১৩ পিএম

নওগাঁর ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুন) সকাল ১০টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১২ জন সুপারভাইজার এবং ৬২ জন তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, নওগাঁ সদর নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমীন, ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এছাড়াও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, নির্বচান অফিসের অফিস সহকারী মো. আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, চলতি বছরের ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম এমন ভোটারযোগ্য নাগরিকদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই সরাসরি তাদের ভোটার তালিকাভুক্ত করা হবে।

এছাড়াও ২৭ জুলাই থেকে উপজেলার নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু করা হবে, চলবে ২৮ আগষ্ট পর্যন্ত।

আমারসংবাদ/এআই