নেত্রকোনা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় এলাচ জব্দ

নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০৭:৩৫ পিএম

নেত্রকোনার  কলমাকান্দা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব এলাচের মূল্য প্রায়  ৪ লাখ ১২ হাজার টাকা বলে জানায় বিজিবি। মূল্যের ভারতীয় এলাচ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, সোমবার  দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন খবরে কলমাকান্দার লেংগুড়া  বিওপির  ১১ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১০৩ কেজি এলাচ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি। জব্দকৃত এলাচ নেত্রকোনা কাষ্টমস্ অফিসে জমা করা হবে বলেও জানান তিনি।

কেএস