সিরাজদীখানে ১২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ 

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৭:১২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ক্ষুদ্র ও প্রান্তিক ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ২০২২-২৩ অর্থ বছরে চলতি খরিপ-২/২০২২-২৩ মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার।

আরো উপস্থিত ছিলেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. টিপু সুলতান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই প্রমুখ।

আমারসংবাদ/এআই