আখাউড়ায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ  

আখাউড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০১:৫৫ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলায় ৬ হাজার ৪৩৩ জনকে চাল দেওয়া হবে ‌।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদে ভিজি এফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার খোরশেদ আলম, ইউপি সচিব সুব্রত রায়সহ ইউপি সদস্যরা।

উপজেলার একটি পৌরসভায় ৪ হাজার ৬ শত ১১ জন এবং পাঁচটি ইউনিয়নে ১ হাজার ৮১২ জন এ খাদ্য সহায়তা পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এর সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা জানান, আসন্ন ঈদ উপলক্ষে সরকারের মানবিক সহায়তার আওতায় উপজেলার ৬ হাজার ৪৩৩ জন দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

আমারসংবাদ/এআই