পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার সামনে আবারও দুর্ঘটনা

আব্দুল কাইয়ুম প্রকাশিত: জুলাই ৮, ২০২২, ১২:৪৩ এএম

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজার সামনে এবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি প্রাইভেটকার। দুর্ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়িটি সড়কের ডিভাইডারেই আটকে ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে টোলপ্লাজা অভিমুখে পদ্মা সেতু (উত্তর) থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা ৩ যাত্রী সামান্য আঘাত পেলেও কেউই গুরুতরভাবে আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

হাসাড়া হাইওয়ে থানার এসআই মো. জহির জানান, সন্ধ্যা ৮টার দিকে প্রাইভেটকারটি ঢাকা থেকে পদ্মা সেতুর অভিমুখে আসে। এ সময় সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা হালকা আঘাত পেলেও বড় ধরনের ক্ষতি হয়নি। পরে ডিভাইডার থেকে গাড়িটি সরিয়ে নেয়া হয়েছে।

ইএফ