আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ফরিদপুর  প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৬:১৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৭টি বাড়ি-ঘর, দোকান-পাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার তুজারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে মারাত্মক আহত, আসাদ মীর, আজগার মীর, হায়দার মীর, সহিদ শেখ, ফজলুর রহমান, জিয়া মীর ও মুজিবুর মীরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তুজারপুর গ্রামের রসমত মোল্লা ও তার আপন ভাই তৈয়ব মোল্লার একটি জায়গা গ্রামবাসী মধ্যস্থতায় মাপঝোঁক হয়। তখন ২ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এপর্যায়ে হাতাহাতি পরে মারামারি হয়। তখন ২ ভাই দুই দলের বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষন করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ২ ভাই পৃথক দলে বিভক্ত হয়ে পুনরায় ওহাব ভূঁইয়া ও ওমর মাতুব্বর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫০ জন আহত হন। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় এখনো কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষ বন্ধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএস