ঝালকাঠিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নলছিটি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২২, ০২:০৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলার কান্ডপাশা স্টিল ব্রিজ থেকে গোহালকাঠী যাওয়ার এই রাস্তাটি সংস্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণিপেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন-স্থানীয় বাসিন্দা মন্টু জোমাদ্দার, সুমন জোমাদ্দার, জহিরুল ইসলাম, বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

আমারসংবাদ/এআই