ফটিকছড়িতে ২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৭:১২ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে দু'টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরাফাত (৩২) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ারের নির্দেশে এস.আই মুহাম্মদ আলমগীর, এ.এস.আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স গতকাল ১৯ জুলাই রাত দেড়টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটাস্থ টাইটেল হুজুরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্রতা করে। গ্রেপ্তার আরাফাত নানুপুর ইউনিয়নের পূর্ব মাইজভান্ডার গ্রামের বাদল কারিগর বাড়ীর মৃত শফির পুত্র। 

পুলিশ জানাই, আসামি আরাফাত খুবই দুষ্টু প্রকৃতির লোক। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় দু'টি মামলা রয়েছে। এরমধ্যে একটিতে সাজা হয়েছে। অন্যটি আদালতে বিচারাধীন। 

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি আরাফাতকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।

কেএস