ফুলপুরে জমি সহ গৃহ হস্তান্তর উদ্বোধন

ফুলপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৭:১৯ পিএম

ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬ হাজার ২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা হলরুম মিলনায়তনে গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভাষন সম্প্রচার অনুষ্ঠান প্রচার করা হয়। এসময় সারাদেশে ৫২ টি উপজেলার মাঝে ফুলপুরকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, পৌর মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন প্রমুখ। 

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, ভূমিহীন- গৃহহীন পরিবারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।