বরিশালে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে নিহত ১, আহত ৬

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০৩:৪৫ পিএম

বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় থ্রি-হুইলার চালকসহ অন্তত আরো ৬ জন আহত হয়েছে। 

রোববার দুপুর পৌঁনে ২টার দিকে বরিশাল সদর উপজেলাধীন ছয় মাইল এলাকায় ঘটনাটি ঘটে। নিহত অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে। নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে দিদার পরিবহন কোম্পানির একটি বাস। একই সময় বরিশালের নথুল্লাবাদ থেকে রহমতপুরের দিকে যাচ্ছিল থ্রি-হুইলার (মাহেন্দ্র)। পথিমধ্যে বরিশালের ছয় মাইলে দুটি যাত্রীবাহী যান একটু অপরটিকে অতিক্রম করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ও বাসে থাকা যাত্রীরা কমবেশী আহত হন। তবে তাদের মধ্যে দুই যাত্রীর অবস্থা বেশী গুরুতর। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, শেবাচিম হাসপাতালে কর্মরত মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সদস্য জয়নাল আবেদীন জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুনেছি আহত আরও বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

কেএস