নাচোলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৩:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মেলার শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু,  উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি প্রমূখ। এছাড়াও ৪ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএস