অতিরিক্ত মূল্য লিখে ডিসকাউন্ট প্রতারণা, জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৬:১৭ পিএম

ফ্রিজের গায়ে নির্ধারিত খুচরা বিক্রয় মূল্যের অধিক লিখে ডিসকাউন্ট বিজ্ঞাপণ দিয়ে প্রতারণা করার দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ আগস্ট) বিকেলে নেত্রকোনা শহরের ছোট বাজারে মনি ইলেকট্রনিকস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের এমন অনিয়ম পাওয়ার পর জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম জনস্বার্থে এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা বিপণন কর্মকর্তা হাবিল উদ্দিন সঙ্গে ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, ওই প্রতিষ্ঠান ফ্রিজের গায়ে নির্ধারিত খুচরা মূল্যের অধিক লিখে এর ওপর ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। এটি ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে গণ্য। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।

কেএস