কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২২-২০২৩ অর্থবছর খরিপ-২ মৌসুমে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কৃষি অধিদপ্তর ফুলবাড়ীর বাস্তবায়নে ও কৃষি অফিস চত্বরে উপজেলা ছয়টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬`শত কৃষকদের মাঝে প্রতি বিঘার জন্য রোপা আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
আমারসংবাদ/এআই