কুষ্টিয়ায় ১৪৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০৫:৩৯ পিএম

কুষ্টিয়া বিপুল পরিমাণের আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও গাজা উদ্ধার করেছে র‌্যাব ১২। এ সময় মো. উজ্জল আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে দৌলতপুর  থানার  কল্যানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলার  দৌলতপুর থানার কল্যাণপুর এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে । এ সময় ১ হাজার ৪৪৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল এবং সাড়ে ১২ কেজি গাঁজাসহ উজ্জলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত উজ্জল সাংসাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৯৫ হাজার টাকা। উক্ত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আমারসংবাদ/এসএম