কালীগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি  প্রকাশিত: আগস্ট ১২, ২০২২, ০৭:৫২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি স্বামী মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মতিয়ার রহমান উপজেলার চাঁদবা গ্রামের নজর আলীর ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, শুক্রবার (১২ আগস্ট) দুপুরে যশোর কোতায়ালী থানার লেবুতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কালীগঞ্জের চাঁদবা গ্রামের গৃহবধূ পারুল খাতুন হত্যা মামলার আসামি তার স্বামী লেবুতলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কালীগঞ্জে এনে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ি থেকে উদ্ধার করা হয় কাঠের বাটাম।

গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী মতিয়ার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পালিয়ে যায় স্বামী। এ ঘটনায় বুধবার রাতে নিহতের পিতা ইসাহাক আলী বাদি হয়ে মতিয়ারকে আসামি করে একটি হত্যা মামলা করেন।


আমারসংবাদ/টিএইচ