মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সামাজিক সংগঠন ‘আমাদের মোহাম্মদপুরের’ অর্থায়নে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক সংগঠনটির উদ্যোগে এ প্রকল্পটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জননেতা জনাব জিয়াউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হাসান বলেন, বিশুদ্ধ পানি পাওয়া জনগণের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল অর্থনৈতিক সমস্যা কবলিত জনবহুল দেশে রাষ্ট্রের একার পক্ষে সব চাহিদা পূরণ করা কষ্টসাধ্য। তাই অন্য সামাজিক সংগঠন গুলোকে ও জনগণের এসব মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসতে হবে। আর আমাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে ‘আমাদের মোহাম্মদপুর’ এর উপদেষ্টা জনাব মশিউর রহমান, সংগঠনের প্রধান নির্বাহী জনাব ইসমাঈল হোসেন পাটোয়ারী, পরিচালক মাহমুদুল হক রোমান, মোহাম্মদ সালাউদ্দিন, ডা. ছায়েদুর রহমান।
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। এই বিশাল সংখ্যক জনগণের জন্য রয়েছে মাত্র ৪টি পানির পাম্প। যা জনসংখ্যার তুলনায় অপ্রতুল। এত জনসংখ্যার চাপে মাঝে মাঝে দুএকটি পাম্প আবার নষ্ট হয়ে যায়। নতুন এই প্রকল্পের মাধ্যমে জনগণের পানির সমস্যা কিছুটা হলেও লাগব হবে।
আমারসংবাদ/এসএম