গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নলকূপ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ)।
বুধবার (১৭ আগস্ট) সকালে উপজেলার সউফের প্রধান কার্যালয় বজরা কঞ্চিবাড়ী বাজারে এ নলকূপ বিতরণ করা হয়।
সউফ সূত্রে জানা যায়, দোস্ত এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০ টি দুস্থ পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম (সউফ) অফিসের আহবায়ক মোঃ সাজু মিয়া বলেন, আমরা সুন্দরগঞ্জকে পরিবর্তন করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় এ স্বপ্ন বাস্তবায়নে সফল হবো।
নলকূপ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার আলম সরকার বলেন, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম আমার এলাকায় নলকূপ বিতরণের কাজ করছে সত্যি তা প্রশংসার দাবিদার। এই সংগঠনটি নলকূপ ছাড়াও আরো সেবামূলক কাজ করে থাকে শুনেছি। আমি আশা করছি সংগঠনটির এমন মহৎ কাজের মাধ্যমে সুন্দরগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠানে সউফের প্রধান সমন্বয়ক ওবাইদুর সাঈদ বলেন, আমরা সুন্দরগঞ্জের প্রতিটি অস্বচ্ছল পরিবারে নলকূপ দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সুন্দরগঞ্জ পূর্ব অঞ্চলের ৭ টি ইউনিয়নে কাজ করছি। আস্তে আস্তে পুরো সুন্দরগঞ্জে কাজ করার চিন্তা আছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ফুল বাদশা ও সউফের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সুন্দরগঞ্জ উন্নয়ন ফোরাম নলকূপ বিতরণ ছাড়াও অজুখানা, ত্রাণ বিতরণ, এতিমদের মাঝে খাবার ও ইফতার বিতরণসহ বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে।
কেএস