চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে গাড়ির হর্ণ বাজানোকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর আইনজীবীর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাহেদুল হক (৩৫) ও ইসহাক আহমেদের (৩০) নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১ টায় সাংবাদিক আল আমিন সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
হামলাকারীদের বিচারের দাবিতে বুধবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। প্রতিবাদ সভায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, যমুনা টেলিভিশনের দুই সাংবাদিক রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনের ওপর আদালত ভবনে হামলার ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করা হয়েছে। এ হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকের ওপর হামলায় অংশ নেওয়া আইনজীবীদের সনদ বাতিল ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন দাবি করেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে সমিতির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে কারা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আদালত প্রাঙ্গণে দুই সাংবাদিকের ওপর হামলার পরে আইনজীবী সমিতির অফিসে নিয়েও তাদের লাঞ্ছিত ও মারধর করার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
কেএস