কাউনিয়ায় সারের মূল্য বেশি রাখা, ক্যাশ মেমো ব্যবহার না করা ও ভুয়া ক্যাশ মেমো কাটার অপরাধে বিসিআইসি দুই সার ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের নেতৃত্বে মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি, হলদিবাড়ি, এবং বিএডিসি সার ডিলার মজিবর রহমান, গাজীরহাট, বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সারের নির্ধারিত দামের চেয়ে বেশি দাম নেওয়ার মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি ৫ হাজার ও বিএডিসি সার ডিলার মজিবর রহমান, গাজীরহাট বালাপাড়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রমমাণ আদালত।।
এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকারসহ একদল পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক এ অর্থদণ্ড করা হয়। সারের অধিক মূল্যরোধে এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবী স্থানীয় কৃষকদের।
আমারসংবাদ/এসএম