কাউনিয়ায় সার মজুদ রাখার অপরাধে জরিমানা

কাউনিয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০৪:১০ পিএম

কাউনিয়ায় সারের মূল্য বেশি রাখা এবং অবৈধ্য ভাবে সার মজুদ রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের নেতৃত্বে মেসার্স সোহাগ সার ঘর প্রোঃ মোঃ আলম, বুড়িরহাট, টেপামধুপুর, বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সারের নিধারিত দামের চেয়ে বেশি দাম বেশি রাখা এবং অবৈধ্য ভাবে সার মজুদ রাখার অপরাধে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার সহ একদল পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক এ অর্থদণ্ড করা হয়। সারের অধিক মূল্যরোধে এমন অভিযানকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার দাবি স্থানীয় কৃষকদের।

কেএস