খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৫:৫৫ পিএম

খাগড়াছড়ি জেলায় সারা দেশের ন্যায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ওএমএসের আওতায়  বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে চাল খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি ওএমএস কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া টিসিবির কার্ডধারীদেরও দেওয়া হবে ওএমএস চাল।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাগড়াছড়ি পৌরসভার  শালবনে ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।  

এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজ সুমাইয়া নাজনীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজ সুমাইয়া নাজনীন বলেন, জেলার ৩টি পৌরসভার ১৫টি ডিলার ও যে উপজেলায় পৌরসভা নেই এম ৫টি উপজেলায় ডিলারের মাধ্যমে খাগড়াছড়ি জেলায়  সরকারি বন্ধের দিন ব্যাতিত প্রতিদিন সকাল (৯টা থেকে ৫ টা পর্যন্ত) মাথাপিছু প্রতি পরিবার ৫কেজি ওএমএস এর চাল ৩০ টাকা কেজি দরে খোলাবাজারে  বিক্রি করা হবে। এবার প্রতি ডিলারকে দৈনিক ২ মেক্ট্রিক টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেয়া হয়েছে। ডিলাররা প্রতিমাসে ২২ কার্যদিবস ২০ জন ডিলার খাগড়াছড়ি জেলার ৩টি পৌরসভা ও ৫টি উপজেলার ২০টি স্পটে এসব চাল বিক্রয় করবে।

তিনি আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে জেলার ৩৮টি ইউনিয়নে ৩৮জন ডিলারের মাধ্যমে আগামী সাপ্তাহ থেকে প্রতি পরিবারকে প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এ ৩ মাস পরিচালিত হবে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, খোলা বাজারে চাল বিক্রি প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ সফল করার জন্য  সকলের সহযোগিতা কামনা করেন।  সরকারের ন্যায্য মূল্যে (ওএমএস) এর আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম বাস্তবায়নে  অসহায় হতদরিদ্র মানুষের জন্য ভর্তুকি দিয়ে ওএমএস এর চাল খোলাবাজারে বিক্রি করছেন। যাতে নিম্ন আয়ের মানুষেরা যেন খাদ্য সংকটে না পড়ে। চালে কেউ অস্বাভাবিক মুনাফা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসনের কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানিয়ে তিনি আরো বলেন, চাউল বিতরণ এ কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

কেএস