চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক ও ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে জরিমানা

আজিজুল হক, চট্টগ্রাম প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:১৩ পিএম

চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক ও ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, ব্লাড সংগ্রহ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকার কারণে প্রতিষ্ঠান দুটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় সুফিয়া হোটেল নামে একটি হোটেলকেও জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার কারণে মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ও ব্লাড সংগ্রহ ও মেয়াদোত্তীর্ণ তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকায় ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় ছুফিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বা‌র্থে আমাদের এই অভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

কেএস