লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে রামগতি সোনাপুর প্রধান সড়ক রক্ষায় জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নেশন টেক কমিউনিকেশন লি: এর বাস্তবায়নে জরুরী ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে আলেকজান্ডার সোনাপুর সড়ক রক্ষার এ কাজ।
পাউবো সূত্রে জানা যায়, মেঘনার ভয়াবহ ভাঙন প্রতিরোধে বর্তমান সরকার গ্রহণ করেছে ৩হাজার ১০০ কোটি টাকার মেঘা প্রকল্প। যার কয়েকটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে এরই মধ্যে বর্ষার উম্মত্ততায় ঢেউয়ের আছড়ে যখন তীর ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা সড়ক, বাড়িঘর, জনপদ এবং ফসলী জমি। তখন পাউবো প্রধান এ সড়ক রক্ষায় জরুরী ভিত্তিতে শুরু করেছে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং।
আলেকজান্ডার ইউনিয়নের পাটওয়ারীগ তেমুহনী এলাকায় রামগতি সোনাপুর মূল সড়ক রক্ষায় ১৫০ মিটার যায়গায় প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ।
আরো জানা যায়, স্থানীয় সাংসদের প্রচেষ্টায় একই সময়ে চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীর বাড়ীর পিছনে এবং চর আলেকজান্ডার ইউনিয়নের মুন্সির হাট এলাকায় ভাঙন প্রতিরোধে মেঘনার তীর সংরক্ষণে মোট ৩ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নেশন টেক কমিউনিকেশন লি: এর প্রজেক্ট প্রকৌশলী ফয়সল আহাম্মেদ জানান, উত্তাল মেঘনায় প্রতিকূলতার মধ্যে ১৫০ মিটার যায়গায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। আশাকরি অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব।
পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুরের উপ-সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী বলেন, রামগতি সোনাপুর সড়ক রক্ষায় জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে এছাড়া একই সাথে রামগতিতে ২টি স্থানে ও কমলনগর উপজেলায় ১টি স্থানে সহ মোট ৩টি স্থানে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে।
এসএম