নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০১:১১ পিএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী সমর্থিত নেতাদের মধ্যে দৌড় যাপ শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই জেলা পরিষদের চেয়ার দখল নিতে সাতজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এদের মধ্যে জেলা পরিষদের বর্তমান প্রশাসক আনোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার।

জানা গেছে, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেলা পরিষদের বর্তমান প্রশাসক আনোয়ার হোসেনসহ অনেকেই রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন পএ জমা দিয়েছেন। এছাড়াও দলীয় মনোনয়ন পেতে এদের মধ্যে অনেকেই উপর মহলে দৌড় যাপ শুরু করে দিয়েছেন। তারা আশাবাদী শেখ হাসিনা যোগ্য প্রার্থীকেই এবার মনোনয়ন দিবে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তফসিল অনুসারে ,মনোনয়ন পএ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়ন পএ যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। এছাড়াও ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

কেএস