খাগড়াছড়িতে পিআইওদের ৫দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৪:২০ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি শেষে ৫দফা দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পিআইওদের ৫দফা দাবির স্মারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপি প্রদানের সময় খাগড়াছড়ি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, দিঘীনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, মানিকছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদ উজ জামান, উপ-সহকারি প্রকৌশলী মো: রুহুল আমিন সহ জেলার ৯টি উপজেলার প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি দীর্ঘদিন পূর্বে দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে ও অদ্যাবধি এ বিষয়ে কোন সন্তোষজনক অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি অতিসত্বর বাস্তবায়ন  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

যৌক্তিক দাবি সমূহের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা।

কেএস