কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বার্মিজ গুড়ের মধ্যে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার (২১৫৯.৪৩ গ্রাম ওজনের) জব্দ করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ এ তথ্য জানান।
তবে অভিযানকালে পাচারকাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ।
লে. কমান্ডার আশিক বলেন, ভোর রাতে (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের একটি দল উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকায় অভিযান চালায়। এতে মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে নেমে একজন ব্যক্তিকে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী এলাকার প্যারাবনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার জন্য নির্দেশ দেয়। এসময় ওই ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। ধাওয়া দিয়েও কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়নি।
"পরে ঘটনাস্থলে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। এতে বস্তাটি খুলে বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ১৩ টি স্বর্ণের বার। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ২ কেজি ১৫৯.৪৩ গ্রাম।"
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলো টেকনাফ কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেল কার্যালয়ে মজুদ রাখা হয়েছে।
কেএস