চুয়াডাঙ্গায় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০২:৫০ পিএম

স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

"হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার " স্লোগানকে সামনে রেখে শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন ড্রিল শেডে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশন এর উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুইদিনব্যাপী ওই প্রতিযোগিতা শুরু হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল- মামুন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ও  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোর্য়াদ্দার। অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) আবু তারেকের প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল, ট্রাফিক ইনস্পেক্টর ফখরুল আলম,  জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আহ্বায়ক নাসির জোর্য়াদ্দার পুলিশের পদস্থ কর্মকর্তারা।

স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন খুদে দাবাড়ু অংশগ্রহণ করে।

প্রতিষ্ঠানগুলো হলো-আলমডাঙ্গা একাডেমি, ভিক্টরি যুবলি হাই স্কুল চুয়াডাঙ্গা-১, ভিক্টরি যুবলি হাইস্কুল, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা হাই স্কুল,চুয়াডাঙ্গা  একাডেমি স্কুল ও রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশন এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এআই