ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ

ফেসবুকে ‘পূজায় শুভেচ্ছা জানানো হারাম’ বলায় যুবক আটক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৩:৩৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. ইয়াছিন রুবেল (৩০)। শনিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী থেকে তাকে আটক করা হয়।

শনিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। আটক ইয়াসিন রুবেল চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার কালো মিয়ার বাড়ির সালেহ উদ্দিনের ছেলে।

কি ছিল সেই পোষ্টে? 
পুলিশের দাবি, আটককৃত ব্যক্তি তার নিজ নামীয় ফেসবুক প্রোফাইলে হিন্দু সম্প্রদায়ের চলমান দুর্গাপূজাকে কটাক্ষ করে স্ট্যাটাসে লেখেন “ইসলামে মূর্তি পূজা এক ভয়ংকর অপরাধ। অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারে না। পূজায় শুভেচ্ছা জানানো হারাম স্পষ্ট কুফুরি"।

পুলিশ জানায়, তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টিগোচর হলে উত্তেজনা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়‌। উক্ত পোস্টটি দৃষ্টিগোচর হলে মাননীয় পুলিশ সুপার নোয়াখালী জেলা মহোদয়ের নির্দেশনায় নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উক্ত ব্যক্তিকে সনাক্ত ও তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে শনিবার (১ অক্টোবর) বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকা হতে আটক করে। এ বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার সহযোগীদের সনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


ইএফ