সাংবাদিক দীনু আর নেই

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৮:১৭ পিএম

পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে সংবাদিক দীন মোহাম্মদ দীনু।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫ টা ২৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কণ্যা, স্ত্রী ও পিতা-মাতাসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাকেরগঞ্জ সাংবাদিক অঙ্গণসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

উল্লেখ্য, একাত্তর টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি দীন মোহাম্মাদ দীনু ব্লাড আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড মাঠে তার জানাজার নামাজ শেষ লাশ পৌরসভার সিনেমা হল সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কেএস