নীলফামারীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৯:০০ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নীলফামারী জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে তারা নির্বাচিত হন।

বুধবার (৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার জানান, ‘এছাড়াও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হিসেবে নির্বাচিত করা হয়।’

অন্যান্যদের মধ্যে যারা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা হলেন- ‘জেলার শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক (পুরুষ) ডিমলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক (মহিলা) দক্ষিণ বালাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্জুয়ারা বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক (পুরুষ) নীলফামারীর সদরের রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আখতারুজ্জামান, শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক (মহিলা) ডোমারের শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহা জেবিন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়  জলঢাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়।’

‘শ্রেষ্ঠ এস.এম.সি কিশোরগঞ্জের দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোকাদ্দেস হোসেন, শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সমাজকর্মী সৈয়দপুরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সহ-সভাপতি এম ওমর ফারুক, শ্রেষ্ঠ কাব শিক্ষক সৈয়দপুরের শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী জলঢাকা শিক্ষা অফিসের হিসাব সহকারী মোঃ মতিউর রহমান’ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নীলফামারী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আতাউল গনি ওসমানী, শ্রেষ্ঠ ইউআরসি বা শ্রেষ্ঠ টিআরসি ইন্সট্রাক্টর ডিমলার মোঃ মাসুদ করিম, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মন্ডল, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, শ্রেষ্ঠ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।’

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন,‘জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার্থীদের ঝরে পরার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি করে তোলাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য  অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইয়ের মাধ্যমে জেলা পর্যায়ে তাদের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।’

এসএম