বরিশালে ১ কোটি ৪১ লক্ষ টাকার চেক বিতরণ

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৪:০৭ পিএম

বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজের অবদান অপরিসীম। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা হতে বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশাল জেলার আবেদন কৃত বেসরকারি প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীর ১৭ জনের পরিবারের মাঝে ৮ লক্ষ টাকা করে এবং ৪ লক্ষ টাকা করে একজন মোট ১৮ জনকে ১ কোটি ৪১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাধারণ শাখার মোঃ জাবেদ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লারের সভাপতি আবুল কালাম আজাদসহ চেক গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কেএস