কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগ অভিযান পরিচালনা করে একটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলারজুম এলাকায় দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের নির্দেশনায় টইটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বনবিভাগের রিজার্ভ জায়গায় অবৈধভাবে গড়ে উঠা একটি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
টইটং বনবিট কর্মকর্তা মো.জমির উদ্দিন বলেন,দুইদিন আগে টইটংয়ের ছনখোলার জুম এলাকায় রিজার্ভ ভুমিতে একই এলাকার মৃত.শফিকুর রহমানের ছেলে লিয়াকত আলী একটি অবৈধ স্থাপনা নির্মান করে। খবর পেয়ে বনবিভাগ অভিযান পরিচালনা করে তা ভেঙে দেয়া হয়েছে। অভিযান অব্যহত থাকবে।
কেএস