কর্ণফুলিতে ডুবে যাওয়া জাহাজ এফবি মাগফিরাত থেকে শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জাহাজডুবির ঘটনায় চিকিৎসাধীন একজনসহ মোট আটজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ডুবে যাওয়া ফিশিং জাহাজটি ৬০ ঘণ্টা পর উদ্ধারকারী নৌযানের সহায়তায় শুক্রবার মধ্যরাতে টেনে নদীর তীরে সরিয়ে নেয়া হয়। পরে জাহাজের ইঞ্জিনরুম থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়।
রাত দেড়টার দিকে কর্ণফুলি নদীর ইছানগর ডকইয়ার্ডে নোঙর করার সময় হঠাৎ জাহাজটির পাখা ভেঙে যায়। মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।
মূলত জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
সে সময় ফিশিং জাহাজটিতে থাকা ২১ জনের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ক্যাপ্টেন ফারুখসহ বাকিরা নিখোঁজ ছিলেন। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে কর্ণফুলি নদীর বিভিন্ন জায়গা থেকে ক্যাপ্টেন ফারুখসহ পাঁচটি লাশ উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। এর বাইরে উদ্ধার করাদের একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মারা যান।
টিএইচ