পিত্তথলির সার্জারি শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রামের বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
শনিবার (১৫অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন বলে জানান সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি আরো জানান, ‘গত ১০ অক্টোবর পিত্তথলিতে পাথর হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে পরদিন তার অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। অপারেশন পরবর্তী ফলোআপের সুবিধার্থে বর্তমানে তিনি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদরাসায় অবস্থান করছেন।’
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, ‘আমীরে হেফাজতের চিকিৎসার জন্য জন্য যেসব চিকিৎসক এবং সহকারী সেবা দিয়েছেন, যারা দোয়া করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা তার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সকল দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের এই রাহবারকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন।’
এসএম