বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২, ০৩:০৩ পিএম

বরিশালের বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি বাকেরগঞ্জ মায়ের দোয়া বেকারীকে ৫০ হাজার, বাসস্ট্যান্ড বাপ্পি মিস্টান্ন ভান্ডারকে ৩০ হাজার, কমল ফল স্টোরকে ৫ হাজার, রাসেল ফল ভান্ডারকে ৫ হাজার, পাদ্রীশিবপুর বানিজ্য ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক জানান, বিএসটিআই আইন-২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ৫ টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় তার সাথে ছিলেন বিএসটিআই‍‍`র পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম পরিদর্শক ও মোহসীন রাব্বানী।

কেএস