ঝালকাঠির নলছিটিতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ অক্টোবর) সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
দণ্ডিত জেলেরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর দপদপিয়া এলাকার মোসলেম মীরের ছেলে মিজান মীর (৩০) একই এলাকার হোচেন আলী খন্দকারের ছেলে সুরুজ খন্দকার (২৬) ও মগর ইউনিয়নের রুস্তম খানের ছেলে রবিউল খান (২৪)।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ নিধনের অপরাধে তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের জেল প্রদান করা হয়েছে হয়েছে। এনিয়ে মোট ৫ জনকে জেল দেওয়া হয়েছে।
কেএস