যমুনার চরে নির্মিত হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৭:৫৭ পিএম

দূর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে যমুনা বিধৌত সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে নৌকাযোগে জেলা শহর থেকে যমুনার চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগার চর এলাকায় পৌঁছে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন, সদর উপজেলা আ.লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল হাকিম, পৌর আ.লীগের সভাপতি হেলাল উদ্দীন, সম্পাদক সেলিম আহেমদ, জেলা পরিষদ সদস্য একরামুল হক, সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাওয়াকোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মির্জা আলী আকবর, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শেখ মো. সেলিম রেজা, জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, সম্পাদক রবিউল ইসলাম রুবেল।

কেএস